সারাদেশ / মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর মতিঝিল এলাকায় একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে একে একে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শাহজালাল ইসলামী ব্যাংকের পাশেই একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগুন লাগার ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত