কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল এলাকায় ডাকাত রুবেলের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা। শনিবার (১৭ মে) রাতে লামা থানা পুলিশের অভিযানে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। এটি ডাকাতি হওয়া টাকার দ্বিতীয় দফা উদ্ধার।
লামা থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক জানান, “ডাকাত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে দ্বিতীয় দফায় আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কয়েক দফায় অভিযান চালিয়ে মোট ৫১ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আব্দুল করিম জানান, গত ৯ মে রাতে বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকোর অফিসে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে।
পরে পুলিশের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথম পর্যায়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বড় হাতুড়ি, চাপাতি, ছুরি ও বোল্ট কাটার। ইতোমধ্যে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনার তদন্ত ও বাকি টাকার সন্ধানে পুলিশি তৎপরতা চলছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।