সারাদেশ / দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ১৫

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ১৫

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, “ঘোড়াঘাট পৌর এলাকার শাহজাহানপুরে একটি আম বোঝাই ট্রাক রাস্তায় আটকে যায়। ওই ট্রাকের পেছনে ছিল বালি বোঝাই আরেকটি ট্রাক। তখন পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বালি বোঝাই ট্রাক এবং পরে আম বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়।”

তিনি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহত নারীর নাম তামান্না আক্তার (২৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি গ্রামের হাসেম আলীর মেয়ে।
বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত