সারাদেশ / ‘সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিপক্ব আচরণ করছি’

‘সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিপক্ব আচরণ করছি’

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান অচলাবস্থা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ বুধবার (১৮ জুন) এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,
“পরিস্থিতির উন্নতির জন্য আমরা সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিপক্ব আচরণ করছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“রিটের কারণে প্রায় এক মাস বিষয়টি বিচারাধীন ছিল। আমাদের স্থানীয় সরকার বিভাগ রিটে পক্ষভুক্ত ছিল। প্রথমে রিট খারিজ হলেও আপিল বিভাগে আবার আবেদন হয়। ফলে শপথের সুযোগ আমরা পাইনি, কারণ আদালত অবমাননার আশঙ্কা ছিল।”

তিনি বলেন, ২৬ মে ছিল শপথ গ্রহণের শেষ দিন। একটি ফাইল প্রক্রিয়াধীন থাকলেও আইন মন্ত্রণালয় মত দেয়, বিচারাধীন অবস্থায় শপথে সমস্যা হতে পারে। ফলে গেজেট ও মেয়াদ শেষ হয়ে যায়।

ইশরাক হোসেন প্রসঙ্গে তিনি বলেন,
“আমি তাকে গণ-অভ্যুত্থানের অংশ মনে করি। তাকে টার্গেট করে কোনো মন্তব্য করিনি। কিন্তু এখন সিটি করপোরেশন দখল করে ফেলার কারণে নাগরিক সেবা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় ৪০% সেবা কমে গেছে।”

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
“ঢাকা দক্ষিণে এক কোটি মানুষের বসবাস। সেবা বন্ধ হওয়া মানে সরকারের বড় ব্যর্থতা। তাই আমরা চাচ্ছি—আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। ইশরাক ভাই বিভ্রান্ত হয়েছেন বলে মনে করি, রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।”

সিটি নির্বাচন বিষয়ে তিনি বলেন,
“জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।”

তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“এ রকম জনভোগান্তির কার্যক্রমে নিরুৎসাহিত করা উচিত। আমরা আশা করি বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখবে। রাজনৈতিক দলগুলোর মতেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে।”

তিনি আরও বলেন,
“আমরা বড় সিদ্ধান্তগুলো বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা করছি। আবেগ নয়, দায়িত্বশীলতার ভিত্তিতে আমরা কাজ করছি।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত