সারাদেশ / কিশোরগঞ্জের সেই গোরখোদক মনু মিয়া মারা গেছেন

কিশোরগঞ্জের সেই গোরখোদক মনু মিয়া মারা গেছেন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গোরখোদকের দায়িত্ব পালন করে আসা মনু মিয়া মারা গেছেন।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি ইটনার আলগাপাড়া গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনু মিয়া জীবনের অধিকাংশ সময় এলাকার কবরস্থানে গোরখোদকের কাজ করে কাটিয়েছেন। নিরব, সাদাসিধে জীবনযাপন করা এই মানুষটি বহু মানুষকে শেষ বিদায়ের জন্য কবর প্রস্তুত করেছেন। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত