যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তার কাছে লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। রবিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে কয়েকবার হত্যাচেষ্টা চালানো হয়েছে, তাতে বৈধ অস্ত্র রাখাটা স্বাভাবিক।”
তিনি জানান, মরক্কোর মারাকেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রগ্রাম’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে ভোরে ফ্লাইট ধরার সময় ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে রেখে দেন। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর সেটি সঙ্গে থাকা প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শুধু ম্যাগাজিন নিয়ে কী করব? যদি ইচ্ছা থাকত, অস্ত্রটাও নিয়ে যেতাম।”
তিনি “চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগকে” মিথ্যা বলে দাবি করেন।
তিনি আরও বলেন, “নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম মেনে আপনিও অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।”
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।