সারাদেশ / স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

‘স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন তাকে বিনাশ করতে পারি—এই হোক জুলাইয়ের শিক্ষা’—মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। এই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলে যায়। এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন স্বৈরাচারকে সময়মতো প্রতিহত করা যায়, সেটিই হোক এই কর্মসূচির মূল বার্তা।

ড. ইউনূস জানান, জুলাই স্মৃতি উদযাপন কর্মসূচি শুধু আবেগ নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী উদযাপন হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, যার মধ্যে রয়েছে শহীদদের স্মরণে দোয়া, জুলাই ক্যালেন্ডার উদ্বোধন, গণস্বাক্ষর অভিযান, শিক্ষাবৃত্তি, ভিডিও শেয়ারিং, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য, বিজয় মিছিল, গান ও ডকুমেন্টারির প্রদর্শনী ইত্যাদি।

তিনি আরও বলেন, আমাদের প্রতি বছর এই সময়ে স্মরণ করতে হবে যাতে ১৬ বছর পর আবার কোনো অভ্যুত্থান প্রয়োজন না হয়। ইরশাদের স্বৈরশাসনের মতো যাতে আর কোনো কালো অধ্যায় ফিরে না আসে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত