সারাদেশ / বন্ধ হয়ে যাচ্ছে ৬৭ লাখ সিম, একজনের নামে ১০টির বেশি সিম নয়: বিটিআরসির সিদ্ধান্ত

বন্ধ হয়ে যাচ্ছে ৬৭ লাখ সিম, একজনের নামে ১০টির বেশি সিম নয়: বিটিআরসির সিদ্ধান্ত

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা আছে, তাদের অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। এতে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা প্রায় ৬৭ লাখ সিম নিষ্ক্রিয় হয়ে যাবে।

বিটিআরসি জানায়, আগামী ১৫ আগস্ট থেকে এই সীমা কার্যকর হবে। তার আগে ১৫ জুলাই মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

গত ৩০ জুন অনুষ্ঠিত বিটিআরসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেটরদের নির্দেশ দেওয়া হবে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম তারা রাখতে চান।

এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছিল। যদিও ২০২২ সালে সিম নিবন্ধন প্রক্রিয়া হালনাগাদ করা হয়, তখন সংখ্যাটি অপরিবর্তিত ছিল।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত