কক্সবাজারের হিমছড়ি সৈকতে নৌকা নিয়ে সাগরে নামার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ঢেউয়ের তোড়ে ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বাকি দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে হিমছড়ি সৈকতে তারা সাগরে নামেন। পরে সকাল ৯টার দিকে নিখোঁজ হওয়ার খবর আসে। নিহত শিক্ষার্থী হলেন সাদমান রহমান সাবাব। নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই আবাসিক হলে থাকতেন।
জানা গেছে, সোমবার পরীক্ষার শেষ দিনে পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান। পরদিন সকালে সাগরে নামার পর তারা ঢেউয়ের তোড়ে ভেসে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।
চবি প্রক্টর অধ্যাপক তানভির মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “স্রোত প্রবল থাকায় উদ্ধার কার্যক্রমে সমস্যা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”
প্রসঙ্গত, তিন শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা এখনো বাকি ছিল এবং কয়েকদিন পরই তারা দ্বিতীয় বর্ষে উঠতে যাচ্ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনা তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।