সারাদেশ / ধানমণ্ডি থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন : ডিএমপি

ধানমণ্ডি থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন : ডিএমপি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ৩২ ধানমণ্ডি এলাকা থেকে আটক মো. আজিজুর রহমান (২৭) নামের রিকশাচালককে হত্যা মামলার আসামি হিসেবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা ভুল ও উদ্দেশ্যমূলক।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ধানমণ্ডি এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। এরপর চলতি বছরের এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে ১৬ আগস্ট আদালতে পাঠানো হয়। তবে এটি কোনো হত্যা মামলা নয়, বরং পেনাল কোডের অধীনে একটি নিয়মিত মামলা।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “আটক ব্যক্তিকে হত্যা মামলার আসামি হিসেবে উপস্থাপন করা সর্বৈব মিথ্যা ও বিভ্রান্তিকর। অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।”

এই ঘটনার পর থেকে গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে, যা ডিএমপির দাবি অনুযায়ী ভিত্তিহীন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত