সারাদেশ / একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি ও পদায়ন

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি ও পদায়ন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

একসঙ্গে ২২৫ জন কর পরিদর্শককে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৭ আগস্ট) কর প্রশাসন-২ এর দ্বিতীয় সচিব মো. আনিসুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট একসঙ্গে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছিল।

এনবিআরের কর প্রশাসন থেকে প্রেরিত এক চিঠিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কর কর্মকর্তারা জানান, গত মে ও জুনে আন্দোলনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়। তবে জুলাই থেকেই একাধিক পর্যায়ে বদলির প্রক্রিয়া শুরু হয়, যার ধারাবাহিকতায় এবার ২২৫ কর পরিদর্শককে একসঙ্গে বদলি করা হলো।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত