খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিরের ওপর এক সাবেক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা বিভাগ ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমান কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের গায়ে হাত তোলেন এবং আঘাত করেন। ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তারা নোমানকে বিশ্ববিদ্যালয়ে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, “শিক্ষকদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।”
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।