সারাদেশ / কার্যালয় থেকে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারপলাশ সাহা ৩৭তম বিসিএসের এএসপি

কার্যালয় থেকে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারপলাশ সাহা ৩৭তম বিসিএসের এএসপি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

চট্টগ্রামে র‌্যাব-৭ এর কার্যালয় থেকে এক কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কর্মকর্তা হলেন এএসপি পলাশ সাহা (৩৭), যিনি ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

বুধবার (৭ মে) দুপুরে চান্দগাঁও র‌্যাব ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি চিরকুট পাওয়া গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম জানান, “ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে যেখানে পারিবারিক বিষয়ে কিছু লেখা রয়েছে। এছাড়াও, সকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের কারণে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন পলাশ সাহা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত