সারাদেশ / মুখ খুললেন সেই হুসাইন, রাজনৈতিক পরিচয় নিয়ে যা বললেন

মুখ খুললেন সেই হুসাইন, রাজনৈতিক পরিচয় নিয়ে যা বললেন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, বোতলটি ছুঁড়ে মারেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন হুসাইন। তিনি বলেন, “গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুঁড়ি নাই। বোতলটি আকাশের দিকে ছুঁড়েছিলাম। কাউকে আঘাত বা অপমান করার উদ্দেশ্য ছিল না।”

ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা গুজব ছড়ায়। অনেকে তাকে ছাত্রলীগ বা শিবিরের সদস্য বলেও দাবি করেন। তবে হুসাইন কালের কণ্ঠকে বলেন, “আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশ আমাকে মারধর করেছিল। এখন আমাকে ছাত্রলীগ হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, যা মিথ্যা।” নিজের জীবনযাপন সম্পর্কে তিনি জানান, “আমি টিউশন করি, পার্ট টাইম চাকরি করি। রাজনীতির জন্য সময় দেওয়ার সুযোগই নেই।”

হুসাইন দাবি করেন, ঘটনার পর তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসে তাকে ‘মব’ দিয়ে হেনস্তা করার ভয় দেখানো হচ্ছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত