সারাদেশ / এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক-স্যানিটাইজার

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক-স্যানিটাইজার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

দেশজুড়ে করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি স্বাস্থ্যসতর্কতার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কেন্দ্রে বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়,

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ সবাইকে মাস্ক পরতে হবে।

কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভিতর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশা নিধনের ওষুধ ছিটাতে হবে।

এছাড়া,

আসন বিন্যাস যথাযথভাবে করতে হবে।

মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে।

সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।

অভিভাবকদের ভিড় এড়াতে প্রচারণা চালাতে হবে।

পরীক্ষার স্বচ্ছতা ও স্বাস্থ্য সুরক্ষায় বোর্ড সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১১-২১ আগস্ট অনুষ্ঠিত হবে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত