সারাদেশ / ঢাকায় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত — প্রাইভেটকারের গতি রোধ করার চেষ্টা করতেই ভেতর থেকে গুলি চালায় তারা

ঢাকায় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত — প্রাইভেটকারের গতি রোধ করার চেষ্টা করতেই ভেতর থেকে গুলি চালায় তারা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য হলেন—লালবাগ বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান এবং কনস্টেবল সুজন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে পল্টন থানার অধীনে পুলিশ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সিপিএইচের বিপরীত পাশে একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করলে ভেতরে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে গুলি লাগে। পরে দ্রুত উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ডিবি কর্মকর্তারা আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক এবং বৃহস্পতিবার সকালে তার অস্ত্রোপচার করা হতে পারে।

এ বিষয়ে লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সেই সময় মাদক কারবারিরা গুলি চালালে আমাদের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসা চলছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত