সারাদেশ / সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক
বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষার প্রথম দিন রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের একজন শিক্ষার্থী অনিসা তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে পারেননি, কারণ তিনি তার অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়েছিলেন। ঘটনাটি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা কর্তৃপক্ষের নজরে আসে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন,
“মানবিক বিবেচনায় বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আমরা তার এই দুঃসময়ে সমব্যথী, তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি।”

শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি এখন মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হচ্ছে এবং নীতিমালার আলোকে একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা চলছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত