আন্তর্জাতিক / ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

তেহরানের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করা হয়েছে।
রোববার (১৫ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে তেহরান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।

দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগের জন্য দুটি নম্বর প্রদান করা হয়েছে।

যোগাযোগের নম্বর:
📞 +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
📞 +৯৮৯১২২০৬৫৭৪৫

এছাড়াও দূতাবাস থেকে জানানো হয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত সাড়া দিতে কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত