আন্তর্জাতিক / সৌদি আরব: ২০২৬ হজে ১২ বছরের নিচে শিশুদের প্রবেশ নিষেধ

সৌদি আরব: ২০২৬ হজে ১২ বছরের নিচে শিশুদের প্রবেশ নিষেধ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

হজ ২০২৬: ১২ বছরের নিচে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা সৌদি আরবের

সৌদি আরব ২০২৬ সালের হজে ১২ বছরের নিচে শিশুদের অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ২০২৫ সাল থেকে কার্যকর হওয়া এই নীতি আগামী বছরও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চরম গরম, দীর্ঘ পথ হাঁটা এবং হজের কঠোর শারীরিক পরিশ্রম শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া হজের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা ঠেকানো ছিল নিষেধাজ্ঞা বজায় রাখার মূল উদ্দেশ্য।

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে প্রতি বছর লাখ লাখ মানুষ অংশ নেন। এত বিপুল ভিড়ের মাঝেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই শিশুদের সুরক্ষাই এই নীতির মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত