মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পাল্টা জবাবে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “যুদ্ধ শুরু হলো।” কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
খামেনি তাঁর বার্তায় আরও বলেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।”
এই বক্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক পোস্টে ইরানের শীর্ষ নেতাদের হুমকি দিয়ে যাচ্ছেন। ট্রাম্প এক পোস্টে লেখেন, “আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।”
আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।” এরপর তৃতীয় আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, “Unconditional Surrender! (নিঃশর্ত আত্মসমর্পণ!)”
বিশ্লেষকদের মতে, খামেনির এমন প্রকাশ্য যুদ্ধঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। এর প্রভাব কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির ওপরও পড়তে পারে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।