আন্তর্জাতিক / যুদ্ধ বিরতির পর প্রথম ভাষণে যা বললেন খামেনি

যুদ্ধ বিরতির পর প্রথম ভাষণে যা বললেন খামেনি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

দখলদার ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।
বৃহস্পতিবার (২৬ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ইরানিদের অভিনন্দন জানান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করেন।

খামেনি বলেন, “ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইসলামিক রিপাবলিকের ধাক্কায় তারা চূর্ণবিচূর্ণ হয়েছে।”
তিনি দাবি করেন, ইরানি সেনারা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাদের প্রাণকেন্দ্রগুলোতে সফল হামলা চালিয়েছে।

খামেনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র জানতো ইরান সফল হলে ইহুদিবাদী শক্তির পতন নিশ্চিত, তাই তারা সরাসরি হস্তক্ষেপ করেছে। কিন্তু তাতেও কিছু অর্জিত হয়নি। এ যুদ্ধের বিজয়ী ইরান।”

তিনি ইরানি জনগণের ঐক্য ও সাহসিকতার প্রশংসা করে বলেন, “যখন প্রয়োজন পড়ে, ৯ কোটি মানুষের এ জাতি এক হয়ে যায়।”

ভবিষ্যতে সম্ভাব্য আগ্রাসনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কেউ ইরানের বিরুদ্ধে আবার আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে তাকে চরম মূল্য দিতে হবে। ইহুদিবাদীরা এমন আঘাতের কথা কল্পনাও করেনি।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত