ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে ইতালি। দেশটি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রায় ৫ লাখ কর্ম ভিসা প্রদান করবে বলে জানিয়েছে ইতালির মন্ত্রিসভা।
বিবৃতিতে বলা হয়, ২০২5 সালেই দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা। পরবর্তী সময়ে ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বৈধভাবে ইতালিতে প্রবেশ করতে পারবেন কর্মসংস্থানের উদ্দেশ্যে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে ২০২৩-২০২৫ মেয়াদে সাড়ে ৪ লাখ কর্ম ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণাটি সেই ধারাবাহিকতারই অংশ।
এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রম ঘাটতি পূরণ, বৈধ অভিবাসন বৃদ্ধি এবং দেশটির শিল্প ও কৃষিখাতে শ্রম সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছে সরকার। কোলদিরেত্তি নামক কৃষি সংগঠন এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে অভিহিত করেছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।