আন্তর্জাতিক / ৫ লাখ কর্ম ভিসা দিচ্ছে ইতালি, পাবেন যারা

৫ লাখ কর্ম ভিসা দিচ্ছে ইতালি, পাবেন যারা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে ইতালি। দেশটি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রায় ৫ লাখ কর্ম ভিসা প্রদান করবে বলে জানিয়েছে ইতালির মন্ত্রিসভা।

বিবৃতিতে বলা হয়, ২০২5 সালেই দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা। পরবর্তী সময়ে ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বৈধভাবে ইতালিতে প্রবেশ করতে পারবেন কর্মসংস্থানের উদ্দেশ্যে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে ২০২৩-২০২৫ মেয়াদে সাড়ে ৪ লাখ কর্ম ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণাটি সেই ধারাবাহিকতারই অংশ।

এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রম ঘাটতি পূরণ, বৈধ অভিবাসন বৃদ্ধি এবং দেশটির শিল্প ও কৃষিখাতে শ্রম সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছে সরকার। কোলদিরেত্তি নামক কৃষি সংগঠন এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে অভিহিত করেছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত