গাজীপুরে নৃশংসভাবে খুন হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। ঘটনার আগে বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে লাইভ করেন তিনি। রাত ৮টার দিকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন এবং এরপর মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেন।
চা খাওয়ার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় লোকজনের সামনেই এই ঘটনা ঘটলেও হামলাকারীরা সহজেই পালিয়ে যায়।
বাসন থানার ওসি শাহীন খান জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যার কারণ অনুসন্ধান চলছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।