অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়। এর আগে, বাংলাদেশ সময় দুপুর ১টায় তারেক রহমান লন্ডনের কিংস্টন এলাকার নিজ বাসা থেকে হোটেলের উদ্দেশে রওনা হন।
সূত্র জানায়, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে এই বৈঠক হবে ‘ওয়ান টু ওয়ান’। অর্থাৎ, উভয় পক্ষের অন্য কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না।
এই বৈঠককে ঘিরে ডরচেস্টার হোটেলের সামনে ভোর থেকেই জড়ো হন লন্ডন বিএনপির শত শত নেতাকর্মী। সবার আগ্রহ—এই আলোচনার মাধ্যমে নির্বাচনকে ঘিরে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা রোডম্যাপ নির্ধারিত হয় কিনা।
প্রবাসী নেতাকর্মীদের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে। সেই সঙ্গে সংস্কার, নির্বাচন প্রক্রিয়া, ও জাতীয় সংকট উত্তরণে একটি সমাধানমূলক সংলাপের দ্বার উন্মুক্ত হবে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন, সংস্কার ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে খোলামেলা আলোচনা করবেন।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ভবিষ্যত বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নির্বাচনের সময় পুনর্নির্ধারণসহ সংস্কার ও রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে বলে আশা করছি।”
দেশে বিরাজমান রাজনৈতিক টানাপড়েন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে ড. ইউনূস ও তারেক রহমানের এই আলোচনাকে জনমনে বিশেষ আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।