সারাদেশ / কর্মস্থলে ফিরছে মানুষ, যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিমি যানজট

কর্মস্থলে ফিরছে মানুষ, যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিমি যানজট

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
এর ফলে শনিবার সকাল থেকেই যমুনা সেতুর উভয় প্রান্তে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা গেছে।

সিরাজগঞ্জ অংশে, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ, নলকা মোড় হয়ে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

টাঙ্গাইল অংশে, যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ধীরগতির হয়। শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হয়ে শনিবার সকালেও এ যানজট অব্যাহত রয়েছে।

যানজটের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ঈদ শেষে ঢাকাগামী যাত্রীর চাপ, যমুনা সেতুর ওপর একটি পিকআপ-ট্রাকের সংঘর্ষ এবং কিছু যানবাহন বিকল হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া সেতুর টোল আদায়ে ধীরগতিও একটি বড় কারণ।

যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, “মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। দুর্ঘটনার কারণে জট তৈরি হয়েছে, তবে পুলিশ কাজ করছে এবং শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।”

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “ঢাকা-সিরাজগঞ্জ রোডে প্রচুর যানবাহন রয়েছে। ভোর থেকেই ধীরগতির কারণে যানজট তৈরি হচ্ছে।”

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, “ঈদ ফেরত মানুষের চাপ ও টোল আদায়ে ধীরগতির কারণে সকাল থেকেই ধীরগতি ও থেমে থেমে যানজট হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”

এদিকে যাত্রী ও চালকদের অভিযোগ—যমুনা সেতু এলাকায় প্রতিবার ঈদ শেষে একই চিত্র দেখা যায়, কিন্তু সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত