ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বুধন্তী ইউনিয়নে এ সহিংস ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিএনপি নেতা চমক মিয়া এবং ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।
মধ্যরাতেও টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কে সংঘর্ষ চালাতে দেখা যায় দু’পক্ষকে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মাধবপুর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, “অধিপত্য বিস্তার নিয়ে মিজান ও চমক গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।