নতুন করে ১৪টি দেশের ওপর শুল্ক আরোপ করে আন্তর্জাতিক বাণিজ্য উত্তপ্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ আগস্ট। তবে দর-কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প, যা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য আলোচনার সুযোগ তৈরি করেছে।
ট্রাম্প জানিয়েছেন, “সময়সীমা ঠিক থাকলেও তা একেবারে শতভাগ নয়। কেউ ভালো কোনো প্রস্তাব দিলে সেটা বিবেচনায় নেওয়া হবে।” যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
১৪ দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪০% শুল্ক আরোপ করা হয়েছে লাওস ও মিয়ানমারের পণ্যে। কম্বোডিয়া ও থাইল্যান্ডে ৩৬%, বাংলাদেশ ও সাইবেরিয়ায় ৩৫%, ইন্দোনেশিয়ায় ৩২%, দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনায় ৩০%, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও তিউনিশিয়াতে ২৫% হারে শুল্ক আরোপ করা হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা করে এই শুল্ক পরিকল্পনার কথা জানান। তখন ১০% শুল্ককে ভিত্তি ধরে ঘোষণা দেন, যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করে। পরে ৯০ দিনের জন্য তা স্থগিত করা হয়। এবার আবারও নতুন তারিখ ঘোষণা করা হলো।
যদি ভুক্তভোগী দেশগুলো পাল্টা ব্যবস্থা নেয়, তবে আরও কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে আলোচনার পথ এখনো খোলা রাখা হয়েছে বলে জানান তিনি।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।