সারাদেশ / ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ১.৫৭ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৩৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী দিনেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাঁধ ভেঙে যাওয়া এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। প্রশাসন ইতোমধ্যে ১৩১টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে এবং ১৫০ জনের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। ২,৫০০ জনের বেশি স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে এবং ত্রাণ কার্যক্রমের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার, চাল ও নগদ টাকা পাঠানো হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত