২৭
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।
শুক্রবার (১১ জুন) রাতে যুবদলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের প্রাথমিক সদস্য পদসহ আজীবন বহিষ্কার করা হয়েছে। যুবদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দলীয়ভাবে তাদের আর কোনো সহায়তা বা প্রশ্রয় দেওয়া হবে না।