সারাদেশ / বিমান বিধ্বস্তে তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহির মা নিখোঁজ

বিমান বিধ্বস্তে তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহির মা নিখোঁজ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহি সুস্থ অবস্থায় পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তার মা আফসানা প্রিয়া।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা আগুনের লেলিহান শিখা স্কুল ভবনের একটি অংশে ছড়িয়ে পড়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো সন্তান আফসান ওহিকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিমানটি স্কুলের মাঠে পড়ে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

ছাত্র আফসান ওহিকে নিরাপদে উদ্ধার করা গেলেও তার মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু এখনো তার সন্ধান মেলেনি।

আফসান ওহির চাচা দুলাল মৃধা জানান, “আমরা সর্বত্র খুঁজেছি, কেউ যদি কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে ০১৮১৪৪৪৯৩২৬ এই নম্বরে যোগাযোগ করুন।”

এদিকে, ঘটনার পরপরই দমকল বাহিনী, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিমান বিধ্বস্তে আহত চারজনকে হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে। একজনের মৃত্যুরও খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত