সারাদেশ / প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে

প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। কিন্তু ঢাকায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রয়োজন হলে গোপালগঞ্জে দাফন করা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো দায় আছে কি না, সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে।”

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য ইমিগ্রেশন বিভাগে জনবল ঘাটতি রয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে এসেছেন। তবে টার্মিনালটি কবে চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই বলে জানান।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত