আন্তর্জাতিক / মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা ঘোষণা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

মালয়েশিয়ায় বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র (পিএলকেএস) থাকা বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা ঘোষণা করেছে দেশটির সরকার। এতে কর্মীদের কর্মসংস্থান ও ব্যক্তিগত যাতায়াতে স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত এসেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতোমধ্যেই এ বিষয়ে একটি নোটিফিকেশন জারি করেছে।

গত ১০ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, যাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রিতে রূপান্তরিত হবে।

পূর্বে, কর্মীদের সাধারণত একবার প্রবেশের জন্য ভিসা দেওয়া হতো, যার ফলে দেশে যাওয়ার পর পুনরায় ফিরে আসতে জটিলতা দেখা দিত। এখন মাল্টিপল এন্ট্রি সুবিধা কর্মীদের পরিবারিক প্রয়োজনে দেশে যাওয়া-আসাকে সহজ করবে এবং মানসিক চাপও কমাবে।

মালয়েশিয়ায় বর্তমানে বহু বাংলাদেশি কর্মী কৃষি, নির্মাণ, পরিষেবা ও উৎপাদন খাতে কর্মরত আছেন। এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে প্রবাসী সমাজ এবং এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রমবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত