চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের দেয়া গোপন বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের সদস্য এবং প্রেষণে খুলশী থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে ১২ আগস্ট, যখন সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। এই বার্তা ওয়াকিটকি থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন অমি দাশ। ফলে পুলিশ প্রশাসনের গোপনীয় তথ্য ফাঁস হয়ে অস্বস্তি তৈরি হয়। তদন্তের মাধ্যমে শনাক্ত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।