সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের স্বাস্থ্যখাতে নার্স পদে পুরুষ ও নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি (নার্স) পদে ২০ জন পুরুষ এবং ৩০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক বেতন ধরা হয়েছে ৩২০ কুয়েতি দিনার (প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা)। অন্যদিকে ডিপ্লোমা (নার্স) পদে ১০ জন পুরুষ ও ৪০ জন নারী নিয়োগ পাবেন, যেখানে মাসিক বেতন হবে ২৮০ কুয়েতি দিনার (প্রায় ১ লাখ ১১ হাজার টাকা)।
চাকরির যোগ্যতা ও শর্তাবলি:
- বিএসসি/ডিপ্লোমা সনদপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স সর্বোচ্চ ৩৯ বছর।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।
- চুক্তির মেয়াদ ৩ বছর (নবায়নযোগ্য), শিক্ষানবিশকাল ৩ মাস।
- বাৎসরিক ইনক্রিমেন্ট: প্রথম ও দ্বিতীয় বছরে ১৫ কুয়েতি দিনার।
- কোম্পানি থাকা, পরিবহন, প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা বহন করবে। খাবারের ক্ষেত্রে মাসিক ২৫ কুয়েতি দিনার ভাতা দেওয়া হবে।
- যোগদানের বিমান ভাড়া কর্মীর নিজের, তবে চুক্তি শেষে ফেরার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।
- কুয়েতের শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ইংরেজি সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন ও পাসপোর্টের রঙিন কপি একত্রে একটি পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি ১০০ টাকা এবং চার্জ পরিশোধ করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৫৬,৩৫০ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া গামকা স্বাস্থ্য পরীক্ষা, ভিসা স্ট্যাম্পিং ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রযোজ্য হবে।
বোয়েসেল জানিয়েছে, এ নিয়োগে কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। প্রার্থীদের সরাসরি আবেদন করতে হবে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।