আন্তর্জাতিক / নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প, গাজার গণহত্যার অভিযোগ উপেক্ষিত

নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প, গাজার গণহত্যার অভিযোগ উপেক্ষিত

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রায় দুই বছরের আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘যুদ্ধের নায়ক’ বলে আখ্যায়িত করেছেন।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু ভালো মানুষ, তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি যুদ্ধের নায়ক। আমি মনে করি, আমিও যুদ্ধের নায়ক।”

তবে ট্রাম্প আইসিসির অভিযোগ নাকি ইসরায়েলের অভ্যন্তরীণ দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলেছিলেন তা স্পষ্ট নয়। উল্লেখ্য, নেতানিয়াহু ২০২০ সাল থেকে দুর্নীতির মামলায় বিচারাধীন।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাবাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামির গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন। সেনাবাহিনী অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকছে এবং আরও ২০ হাজার সেনার মেয়াদ বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন এক লাখ ৫৬ হাজার এবং নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই অভিযানের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত