সারাদেশ / মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, মাওয়া থেকে ঢাকাগামী দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকি দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রী রবিন হোসেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত