আন্তর্জাতিক / কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ভারতে কুকুরকে খাবার খাওয়ানোর কারণে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে দেশটির গাজিয়াবাদ শহরের ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই রাতে ইয়াশিকা শুক্লা নামে এক নারী নির্ধারিত স্থানে কুকুরকে খাবার দিচ্ছিলেন। এসময় একই এলাকার বাসিন্দা কমল খান্না এগিয়ে এসে তাকে একের পর এক থাপ্পড় মারতে থাকেন।

ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, মাত্র ৩৮ সেকেন্ডের মধ্যে আটবার থাপ্পড় মারেন খান্না। তবে তার দাবি, ইয়াশিকা নাকি আগে তাকে আঘাত করেছিলেন।

এনডিটিভি জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগেই ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকায় কুকুর সরানোর বিষয়ে পুরনো নির্দেশ শিথিল করে নতুন নির্দেশনা দেয়। আদালত জানায়, কুকুর ধরার পর টিকা ও বন্ধ্যাকরণ শেষে ছেড়ে দিতে হবে। কেবল জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক হলে তাদের আলাদা রাখতে হবে। পাশাপাশি কুকুর খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান রাখার কথাও বলা হয়। আদালতের এই শিথিল নির্দেশনার পরই ইয়াশিকা কুকুরদের খাবার খাওয়াতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গাজিয়াবাদ পুলিশ কমল খান্নাকে আটক করেছে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত