ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো। এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হারিকেনটি গতিপথ পরিবর্তন করায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস কিছুটা কমতে পারে। খবর সিএনএন।
হারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বিগ আইল্যান্ড থেকে ১ হাজার কিলোমিটার (১ হাজার ৬০৯ মাইল) দক্ষিণপূর্বে অবস্থান করছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা শক্তির দিক থেকে ক্যাটাগরি-৪ পর্যায়ে রয়েছে।
গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা হারিকেন কিকোর কারণে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেন। তবে হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক জানিয়েছেন, ঝড়টি উত্তর দিকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জে সাধারণত স্বাভাবিকের চেয়ে কম বাতাস প্রবাহিত হচ্ছে।
রোববারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে আঘাত হানতে পারে। এতে ওই অঞ্চলে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ তৈরি হতে পারে এবং সমুদ্রসৈকতে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।