রাজনীতি / তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন: ডা. জাহিদ

তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন: ডা. জাহিদ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “পতিত স্বৈরাচার পিছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার ষড়যন্ত্র করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এই চক্রান্তে লিপ্ত।”

তিনি আরও জানান, বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তার ভাষ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে বেআইনি আখ্যা দিয়ে বলেন, “সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত