রাজনীতি / মির্জা ফখরুলের ‘ধমক দেওয়ার’ ভিডিও শেয়ার—ফরিদপুর জেলা ছাত্রদল নেতা রোমান বহিষ্কার

মির্জা ফখরুলের ‘ধমক দেওয়ার’ ভিডিও শেয়ার—ফরিদপুর জেলা ছাত্রদল নেতা রোমান বহিষ্কার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্যক্তিকে ‘ধমক’ দিচ্ছেন—এমন ১১ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় খাইরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে তাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

কে এই রোমান?

৩২ বছর বয়সী খাইরুল ইসলাম রোমান ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হয়ে পরাজিত হন। সম্প্রতি চাকরিপ্রার্থীদের ফুল দিয়ে বরণ করে আলোচনায় এসেছিলেন তিনি।

বহিষ্কারের কারণ

ছাত্রদল জানায়, ভাইরাল ভিডিওটি শেয়ার করে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ভিডিওতে দেখা যায়, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্যক্তিকে ধমক দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

রোমানের বক্তব্য

এ বিষয়ে রোমান বলেন—
“আমাদের মহাসচিব একজনকে ধমক দেন। আমি দুপুরের দিকে সেই ভিডিওটি শেয়ার করেছিলাম। এটাই আমার অপরাধ। পরে ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি এবং ক্ষমাও চেয়েছি। তবুও আমাকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন,
“যাকে ধমক দেওয়া হয়েছে, তিনিও আমাদের ভোটার। তাঁরা ভোট না দিলে আমরা নির্বাচিত হব কীভাবে? দলের ইমেজ নষ্ট হয়—এমন আচরণ সহনশীলতার বিপরীত।”

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত