অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—আজ বুধবার পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র। তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে তাদের পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যায় কিংবা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এর আগেই দুই উপদেষ্টা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
সংবাদ সম্মেলন ডাকলেন আসিফ মাহমুদ
আজ বুধবার দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, তিনি “সমসাময়িক বিষয়” নিয়ে কথা বলবেন। তবে সরকার ও উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র বলছে—এই ব্রিফিং মূলত পদত্যাগ ঘোষণা কেন্দ্র করেই অনুষ্ঠিত হতে পারে।
মাহফুজ আলমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে—তিনিও আজ পদত্যাগ করবেন।
উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা
সরকার–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গতকাল দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বৈঠকে জ্যেষ্ঠ উপদেষ্টারা মিলিত হন। বৈঠকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়—তারা দু’জনই আজই পদত্যাগ করছেন।
এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরো সময় চেয়ে নেন। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলেন, যদিও তখন তিনি নির্বাচন করবেন না বলে জানান।
পরে উচ্চপর্যায় থেকে আবারও পদত্যাগের জন্য তাগাদা আসে।
তফসিলের পর ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টার পদ অযৌক্তিক—সরকারি অভিমত
সরকারি সিদ্ধান্তনির্মাতা মহলের মতে, নির্বাচন তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার সরকারের দায়িত্বে থাকা “যৌক্তিক হবে না”। কারণ তাদের রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে এবং তারা নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে দেশব্যাপী আলোচনা রয়েছে।
কোথায় ভোট করবেন—ধোঁয়াশা এখনো কাটেনি
আসিফ মাহমুদ
- গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন।
- ফলে তার ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা প্রবল।
- বিএনপি এই আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করায় সমঝোতার প্রশ্নেও নতুন জটিলতা তৈরি হয়েছে।
- তিনি স্বতন্ত্র নাকি কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন—এখনো স্পষ্ট নয়।
মাহফুজ আলম
- তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ আসনে।
- বিএনপি এবার সেখানে নতুন প্রার্থী ঘোষণা করায় ওই আসনে সমঝোতার সুযোগ সীমিত হয়ে গেছে।
এনসিপি–তে প্রভাব থাকলেও আনুষ্ঠানিক পদ নেই
জুলাই অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক উত্তেজনার সময় ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র সঙ্গে তাদের যোগাযোগ গভীর হলেও দলের কোনো আনুষ্ঠানিক পদে নেই তারা।
নাহিদ ইসলাম আগে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির আহ্বায়ক হন।
নতুন জোট—এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন—এর সূচনার পর রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়েছে।
অনেকে তাকিয়ে আছেন—আসিফ মাহমুদ বা মাহফুজ আলম এনসিপির মনোনয়ন নেন কি না।