সারাদেশ / মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, এক দফায় অনড় তারা

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, এক দফায় অনড় তারা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে রাত গভীরেও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা। দিনের মতো রাতেও তাদের স্লোগান, ব্যানার আর অবস্থান কর্মসূচি চলছে টানা। শিক্ষার্থীদের দাবি—অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

সকাল থেকে রাত—টানা আন্দোলন

রোববার সকাল থেকেই বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে জড়ো হন। দুপুরে তারা ভবনের সামনের সড়কে অবস্থান নেন, আর বিকেল গড়াতেই হাইকোর্ট মোড় অবরোধ করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার ব্লকেডের পর রাত আটটায় তারা অবরোধ তুলে নিলেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান নেয়।

‘অধ্যাদেশ ছাড়া অগ্রগতি নেই’—শিক্ষার্থীদের অভিযোগ

আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন,
“অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অগ্রগতি হচ্ছে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হলেও আমরা এখনও ক্লাস শুরু করতে পারিনি। প্রশাসনকে বলছি—আমাদের আকুতি শুনুন, আমাদের পরিচয় নিশ্চিত করুন।”

তিনি জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড় ছেড়েছেন, তবে শিক্ষা ভবনের সামনে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন।
**“অধ্যাদেশ ছাড়া কেউ বাসায় ফিরবে না”—**একদফা দাবিতে অনড় শিক্ষার্থীরা জানান।

আগামীকাল সকাল থেকে আরও বেশি শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত