আন্তর্জাতিক / আইফোন ১৭ কেনা নিয়ে দোকানের সামনে ক্রেতাদের ব্যাপক মারামারি

আইফোন ১৭ কেনা নিয়ে দোকানের সামনে ক্রেতাদের ব্যাপক মারামারি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৯ সেপ্টেম্বর বাজারে এসেছে আইফোন ১৭ সিরিজ। আর বিক্রির শুরুতেই দেখা গেল বিশৃঙ্খলার চিত্র।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপল স্টোরে শুক্রবার সকালে (১৯ সেপ্টেম্বর) নতুন আইফোন কিনতে গিয়ে ক্রেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। ঘটনাটির ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই, যেখানে দেখা যায়—গ্লাসের দেয়ালের পাশে ভিড় জমে থাকা মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারছে। এমনকি নিরাপত্তাকর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আহমেদাবাদ থেকে আসা এক ক্রেতা মোহন যাদব বলেন—
“ভোর ৫টা থেকে অপেক্ষা করছি। লাইনে দাঁড়িয়েও অনেকেই মাঝপথে ঢুকে পড়ছে। নিরাপত্তাকর্মীরা দায়িত্ব নিচ্ছেন না।”

শুধু মুম্বাই নয়, রাজধানী দিল্লি ও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও একই দৃশ্য দেখা গেছে। ক্রেতারা রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেছেন, যেন সকালেই নতুন আইফোন হাতে নিতে পারেন।

উল্লেখ্য, নতুন সিরিজে এসেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। বিশেষ করে প্রো মডেলগুলোতে থাকছে অ্যালুমিনিয়াম বডি, সবচেয়ে বড় ব্যাটারি এবং ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো, যা প্রযুক্তিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত