আন্তর্জাতিক / সিঙ্গাপুরে দুর্ঘটনায় ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিনের মৃত্যু

সিঙ্গাপুরে দুর্ঘটনায় ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিনের মৃত্যু

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

আসামের জনপ্রিয় গায়ক এবং বলিউডের ‘ইয়া আলি’ খ্যাত শিল্পী জুবিন গার্গ আর নেই। ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে যান জুবিন। সেখানে প্যারাগ্লাইডিংয়ের সময় তিনি সমুদ্রে পড়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে সিপিআর দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।

আসামের মন্ত্রী আশোক সিংহল এক্স-এ লিখেছেন—
“আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আসাম শুধু একটি কণ্ঠ নয়, তার হৃদস্পন্দন হারিয়েছে।”

তিনি আরও বলেন—
“জুবিন ছিলেন আসামের এবং সমগ্র জাতির গর্ব। তার গানে আমাদের সংস্কৃতি, আবেগ ও আত্মা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। প্রজন্মের পর প্রজন্ম তার গানে খুঁজে পেয়েছে আনন্দ, সান্ত্বনা ও পরিচয়। তাঁর প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আর কখনো পূরণ হবে না।”

পরিবারের প্রতি শোক জানিয়ে তিনি আরও লিখেছেন—
“পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা যেন চিরশান্তিতে থাকে এবং উত্তরাধিকার চিরকাল প্রেরণা হয়ে থাকুক।”

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত