সারাদেশ / মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী মামলা করেছেন

মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী মামলা করেছেন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের (৩৫) মৃত্যু হওয়ায় তার স্ত্রী আইরিন আক্তার পিয়া রবিবার রাতে তেজগাঁও থানায় মামলা করেছেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এটি একটি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

ঘটনা ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের কাছ থেকে। আবুল কালাম কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎ ওপর থেকে ভারী বিয়ারিং প্যাডটি পড়ে মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। পরে উত্তরা উত্তর থেকে আগারগাঁও, এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত পর্যায়ক্রমে চলাচল স্বাভাবিক হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সেতু বিভাগের সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

প্রাথমিকভাবে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারে কর্মক্ষম সদস্য থাকলে মেট্রো রেলে চাকরির সুযোগ দেওয়া হবে। দাফন সোমবার সম্পন্ন হয়েছে; সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত