বাণিজ্য / টানা তৃতীয়বারের মতো কমল সোনার দাম, রুপার দামও হ্রাস

টানা তৃতীয়বারের মতো কমল সোনার দাম, রুপার দামও হ্রাস

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। তৃতীয়বারের মতো দাম হ্রাসের ফলে এবার প্রতি ভরিতে ভালো মানের ২২ ক্যারেট সোনা কমেছে এক হাজার ৩৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকায়।

দেশের বাজারে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, আর ১৮ ক্যারেটের সোনার দাম এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি দাম চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা।

নতুন দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত