রাজশাহীতে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং সেটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মারা গেছেন স্টান্টম্যান মনির হোসেন।
শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফী।
রাফী জানান,
“দুপুরে মনির একটি শট দেয়। এরপর সে একদম স্বাভাবিকভাবে ইউনিটের অন্যান্যদের সঙ্গে গল্প করছিল। কিন্তু হঠাৎ শরীর খারাপ করলে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন,
“অল্প বয়সে এভাবে মৃত্যুবরণ করা খুবই হৃদয়বিদারক। আমরা মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং পরিবারটির পাশে থাকব।”
শুটিং ইউনিটের অনেকে ধারণা করছেন, মনির হয়তো সকালে স্ট্রোক করেছিলেন, কিন্তু তা কাউকে জানাননি। অসুস্থতা বা অস্বস্তির কথাও প্রকাশ করেননি।
নারায়ণগঞ্জে বসবাসকারী মনির হোসেন দীর্ঘদিন ধরে স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালী-র সঙ্গে নিয়মিত কাজ করতেন।
এ ঘটনায় রাজশাহীর শুটিং ইউনিটে নেমে এসেছে শোকের ছায়া। মনিরের অকাল মৃত্যুতে মুভি ইন্ডাস্ট্রির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।