বিনোদন / ‘৯’, ‘২৪’, ‘১০০০’… তারকাদের ছবিতে অদ্ভুত নম্বর! অবশেষে জানা গেল আসল রহস্য

‘৯’, ‘২৪’, ‘১০০০’… তারকাদের ছবিতে অদ্ভুত নম্বর! অবশেষে জানা গেল আসল রহস্য

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে একের পর এক নারী তারকার ছবিতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা—কারও ছবিতে ‘৯’, কারও ‘২৪’, আবার কারও পোস্টে জ্বলজ্বল করছে ‘১০০০’। এই রহস্যময় সংখ্যাগুলো নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনা ও কৌতূহল। অবশেষে জানা গেছে, ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী সচেতনতামূলক ক্যাম্পেইন এর অংশ হিসেবেই এসব সংখ্যা প্রকাশ করছেন তারকারা।

আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘মাই নম্বর, মাই স্টোরি’, যেখানে প্রত্যেক তারকা তাঁদের ছবিতে যে নম্বর লিখছেন, তা প্রতিদিন গড়ে কতবার তাঁরা অনলাইনে হয়রানি বা সাইবার বুলিংয়ের শিকার হন—সেই হিসাব।

📍 ২৫ নভেম্বর আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানান, প্রতিদিন অন্তত ৯ বার তিনি অনলাইনে অপমানজনক মন্তব্য বা হয়রানির মুখোমুখি হন। তিশা আরও লিখেছেন—
‘সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। মানুষ হয়তো শুধু সংখ্যা দেখছে, কিন্তু আমি যা সহ্য করেছি, তার প্রতিটা মুহূর্ত সেই সংখ্যার পেছনে লুকিয়ে আছে।’

এরপর একে একে এই আন্দোলনে যুক্ত হন আরও তারকারা:

  • রুনা খান – ‘২৪’ (প্রতিদিন ২৪ বার হয়রানি)
  • শবনম ফারিয়া – ‘১০০০’
  • প্রার্থনা ফারদিন দিঘী – ‘৩’
  • মৌসুমী হামিদ – ‘৭২’
  • সাজিয়া সুলতানা পুতুল – ‘৯’
  • আশনা হাবিব ভাবনা – ‘৯৯+’

এ বিষয়ে অভিনেত্রী রুনা খান গণমাধ্যমকে জানান—
“শুধু তারকা নয়, প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে ডিজিটাল হয়রানির শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত দ্রুত বেড়েছে, তত দ্রুত মানুষ এর সঠিক ব্যবহারের শিক্ষা নিতে পারেনি।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ নারীদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করবে এবং সাইবার বুলিং বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াবে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত