বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম বরাবরই সাহসী বক্তব্য ও খোলামেলা উপস্থিতির কারণে আলোচনায় থাকেন। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে দেখা গেছে সাহসী ভঙ্গিতে। সমালোচনা ও আলোচনার মধ্যেই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
সম্প্রতি নায়লা নাঈম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্র সৈকতে নামলেই তার শরীরে চুলকানি শুরু হয়। তিনি লিখেছেন, “জীবনে অন্তত ৫০ বার কক্সবাজার গিয়েছি, কিন্তু হাতে গোনা ৩-৪ বারই পানিতে নেমেছি। কারণ, অতিরিক্ত মানুষের ভিড় আর পানিতে নামলেই শরীর চুলকায়।” তবে বিদেশে গেলে যে কোনো বীচে নামার জন্য তিনি অধীর আগ্রহে থাকেন বলেও জানান।
নায়লা নাঈম ২০১৩ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন। এরপর গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে তার শোবিজে অভিষেক হয়। নাটক, বিজ্ঞাপন ও গানের ভিডিওতে নিয়মিত কাজ করলেও বর্তমানে তিনি চিকিৎসা পেশায় ব্যস্ত।