দেশের ছয় জেলায় বজ্রপাতে সারাদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
কুমিল্লার হোমনার ভবানীপুর খেয়াঘাটে বিকেলে বজ্রপাতে দুই নারীসহ তিনজন মারা যান—নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫), জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন শিমুল বিশ্বাস (২৮) ও হুরমত শেখ (৫৫)।
গাইবান্ধার সাঘাটায় কৃষক আব্দুল আজিজ (৪৫) বজ্রপাতে প্রাণ হারান।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে মাদরাসাছাত্র বাবলু মিয়া (৭) ও সহিব নামে দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে বগুড়ার গাবতলীতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান শেফালি বেগম (৪০)।
সারাদেশে আকস্মিক বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।