সারাদেশ / বজ্রপাতে ৬ জেলায় ১০ জনের মৃত্যু

বজ্রপাতে ৬ জেলায় ১০ জনের মৃত্যু

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

দেশের ছয় জেলায় বজ্রপাতে সারাদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

কুমিল্লার হোমনার ভবানীপুর খেয়াঘাটে বিকেলে বজ্রপাতে দুই নারীসহ তিনজন মারা যান—নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫), জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন শিমুল বিশ্বাস (২৮) ও হুরমত শেখ (৫৫)।
গাইবান্ধার সাঘাটায় কৃষক আব্দুল আজিজ (৪৫) বজ্রপাতে প্রাণ হারান।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে মাদরাসাছাত্র বাবলু মিয়া (৭) ও সহিব নামে দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে বগুড়ার গাবতলীতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান শেফালি বেগম (৪০)।

সারাদেশে আকস্মিক বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত